ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্মরণকালের সবচেয়ে ছোট বহর নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবার ৫৭ জনের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি নিউইয়র্ক যাচ্ছেন। যা অতীতের তুলনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
জানা গেছে, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন। তার সফরের আগে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রেসসহ কয়েকজন প্রতিনিধি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন।
অতীতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত শতাধিক সদস্যের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের অধিবেশনগুলোতে অংশ নিতেন। কিন্তু বর্তমান সরকার ব্যয় সংকোচনের লক্ষ্যে এতো ছোট একটি প্রতিনিধি দল গঠন করেছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বর্তমান সরকার অপ্রয়োজনীয় খরচ কমানোর জন্য একটি কার্যকর পদক্ষেপ নিয়েছে। নিরাপত্তা এবং প্রেসসহ সীমিত সংখ্যক সদস্য নিয়ে এ সফর করা হচ্ছে।
এবারের অধিবেশনের মূল থিম কাউকে পেছনে ফেলে নয়- বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতির জন্য একযোগে কাজ করা। এ প্রেক্ষাপটে, প্রধান উপদেষ্টা ড. ইউনুস তার বক্তব্যে বাংলাদেশের গণঅভ্যুত্থান, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং উন্নয়নশীল দেশগুলোর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
তিনি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহণ করবেন। যেখানে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন এবং যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ সফরের উদ্দেশ্য দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করা।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।