Apan Desh | আপন দেশ

রিমান্ড শেষে শ্যামল দত্ত কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪

রিমান্ড শেষে শ্যামল দত্ত কারাগারে

ফাইল ছবি

ভাষানটেকে ফজলু হত্যা মামলায় রিমান্ড শেষে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ আদেশ দেন।

এদিন সকালে ফজলু হত্যার অভিযোগে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. সাহিদুল বিশ্বাস তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া এলাকা থেকে স্থানীয়রা শ্যামল দত্তকে আটক করে পুলিশেসোপর্দ করে। পরে ১৭ সেপ্টেম্বর আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে ১১ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ১৬৫ জনের নামে মামলা করেন নিহত ফজলুর ভাই সবুজ। এ মামলার আসামি শ্যামল দত্ত। 

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পর ভাষানটেক থানাধীন এলাকায় বিজয় মিছিল করতে গেলে গুলিবিদ্ধ হয়ে ফজলু মারা যান।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়