Apan Desh | আপন দেশ

১ জানুয়ারি প্রাথমিকে নতুন বই পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪

১ জানুয়ারি প্রাথমিকে নতুন বই পাবে শিক্ষার্থীরা

ফাইল ছবি

১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে। এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, পয়লা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সবাই নতুন বই পাবে। বইয়ের মানের ক্ষেত্রে কোনও আপোষ করা হবে না। কর্ণফুলী পেপার মিলের মতো ভালো মানের কারখানার কাগজ দিয়ে এবার বই ছাপা হবে।

অবশ্য অন্যান্য বছরগুলোর মতো এবার বই উৎসব হবে কিনা তা নিশ্চিত করেন নি অর্থ উপদেষ্টা। তিনি বলেন, বছরের প্রথমদিন সবাই বই পাবে। তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও আসে নি। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়