Apan Desh | আপন দেশ

টেলিটকের নতুন প্যাকেজ ‘জেন-জি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৪

টেলিটকের নতুন প্যাকেজ ‘জেন-জি’

ফাইল ছবি

‘জেন-জি’ নামে নতুন প্যাজেক এনেছে বাংলাদেশের রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। এর আগে আগামী, বর্ণমালা, অপরাজিতা নামের নানান সুবিধা সম্বলিত প্যাকেজ এনে সাড়া ফেলে দেয় কোম্পানিটি। এবার নতুন প্রজন্মের জন্য তারা আনলো প্যাকেজ সিম ‘জেন-জি’। 

‘জেন-জি’ নামে নতুন সিম প্যাকেজ সবাই কিনতে পারবেন না। যাদের জন্ম ১৯৯৭ সাল থেকে ২০১২ এর মধ্যে। একই সঙ্গে সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ (চালু) হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন প্রি-লোডেট ব্যালেন্স, এসএমএস এবং ইন্টারনেট ডাটা।

এ সিমের দাম ১৫০ টাকা। গ্রাহকদের জন্য রয়েছে উপহার। সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন ১৫ দিন মেয়াদে প্রি-লোডেড ব্যালেন্স ৫ টাকা, ৭ দিন মেয়াদে ফ্রি ১ জিবি ডাটা এবং ৭ দিন মেয়াদে ফ্রি ১০০ এসএমএস। একই সঙ্গে অলজবস প্রিমিয়াম মেম্বারশিপ ১২ মাসের জন্য ফ্রি পাবেন ‘জেন-জি’ সিমের গ্রাহকরা। তবে এ সেবাটি শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়