ছবি: সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা অভিবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেছেন।
ড. ইউনূস বৈঠকে উল্লেখ করেছেন, আরও বেশি সংখ্যক বাংলাদেশি নাগরিককে বৈধভাবে ইতালিতে কাজ করার সুযোগ করে দেয়ার প্রয়োজনীয়তা। তিনি জোর দেন, বাংলাদেশ থেকে অনেক মানুষ ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা করে, যা বিপজ্জনক। এ সমস্যা মোকাবেলায় বৈধ উপায়ে ইতালি যাওয়ার প্রক্রিয়াগুলো সহজতর করতে বাংলাদেশ সরকার ইতালির সঙ্গে কাজ করবে বলে জানান ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন, ড. ইউনূস ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। বৈঠকে দুই দেশের মধ্যে অভিবাসন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়েছে।
এছাড়া মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এ বৈঠকে বাইডেন বাংলাদেশ সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন জানান। বাংলাদেশের পুনর্গঠনে সরকারের সফলতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ড. ইউনূস শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং দেশ পুনর্গঠনে তাদের অবদানের বিষয়টি তুলে ধরেন।
অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও ড. ইউনূস বৈঠক করেছেন। এ বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।