ছবি: সংগৃহীত
বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই নেতা বাংলাদেশ-কানাডা সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের তরুণদের শিক্ষা ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস কানাডার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বিপ্লবী ইতিহাসে শিক্ষার্থীদের অবদান এবং তাদের শিল্পকর্ম গুরুত্ব তুলে ধরেন। সঙ্গে একটি আর্ট বই দ্য আর্ট অফ ট্রায়াম্ফ উপহার দেন।
এ সময় ড. ইউনূস বিশেষভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কানাডায় আরও বেশি শিক্ষাবৃত্তি ও ভিসা প্রদানের অনুরোধ জানান। ট্রুডো ড. ইউনূসের এ আহ্বানকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন। তিনি বাংলাদেশের সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। বাংলাদেশের শিক্ষা ও প্রতিষ্ঠানের উন্নয়নে কানাডার সহযোগিতার আশ্বাস দেন।
ড. ইউনূস বৈঠকে পূর্ববর্তী শাসনব্যবস্থার সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয়টিও উল্লেখ করেন। এ প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের জন্য কানাডার সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার আগে ড. ইউনূস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বিশিষ্ট বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়াও তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক, এবং ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। ড. ইউনূস ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এবং ফ্রেন্ডস অব বাংলাদেশ প্রোগ্রামেও বক্তব্য প্রদান করবেন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।