ছবি: আপন দেশ
ইলিশের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলার বাজার ও আড়তে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ব্যবসায়ীদের কারসাজির মাধ্যমে ইলিশের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে অধিদফতর জানায়, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করা গেলেই ইলিশের দাম পুনরায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে রাজধানীসহ দেশের বিভিন্ন ইলিশের বাজার ও আড়তে অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের দুটি বিশেষ টিম কারওয়ান বাজার ও যাত্রাবাড়ি পাইকারি মাছের আড়তে অভিযান চালায়।
অভিযানে ইলিশের অস্বাভাবিক দাম বাড়ানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানান ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।
আব্দুল জব্বার বলেন, আড়তদাররা যে দামে ইলিশ বিক্রি করছেন তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা বিক্রির পাকা রশিদ দেয়া হচ্ছে না। এ সুযোগে খুচরা ব্যবসায়ীরাও ইলিশের দাম বাড়াচ্ছেন। আব্দুল জব্বার আরও বলেন, যৌক্তিক লাভের ভিত্তিতে ব্যবসায়ীদের ইলিশ বিক্রি করতে হবে। কিন্তু সম্প্রতি ভারতে ইলিশ রফতানির খবর জানার পর ব্যবসায়ীরা কেজিপ্রতি ২০০-৩০০ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন। যা পুরোপুরি অযৌক্তিক।
অভিযানে দেখা যায়, খুচরা ব্যবসায়ীরা ১৫৫০ টাকায় কেনা ইলিশ ২২০০ টাকায় বিক্রি করছেন। যা কেজি প্রতি প্রায় ৬৫০ টাকা বেশি। আব্দুল জব্বার বলেন, এ অতি মুনাফার প্রবণতা সাধারণ ভোক্তাদের ইলিশ কেনার ক্ষমতার বাইরে ঠেলে দিচ্ছে। দেশজুড়ে একই চিত্র দেখা যাচ্ছে।
ইলিশের পাইকারি বাজারগুলোতে সিন্ডিকেটের মাধ্যমে এ মূল্য বৃদ্ধি শুরু হয়। আর সে সিন্ডিকেট ভাঙতে আজ দেশের বিভিন্ন জেলায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান অধিদফতরের কর্মকর্তারা।
তবে অভিযানের পরও কিছু জায়গায় ইলিশের বাড়তি দামে বিক্রি অব্যাহত রয়েছে। পাশাপাশি ওজনে কারসাজির অভিযোগও রয়েছে। যেখানে অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের ঠকিয়ে আসছেন।
অধিদফতরের তদারকি দল জানায়, কেনাবেচার রশিদ সংরক্ষণ করলেই ইলিশের দাম নিয়ন্ত্রণে আসবে। তবে জেল-জরিমানা করেই সবকিছু সমাধান করা যাবে না। ব্যবসায়ীদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নিতে চাই না, বরং ব্যবসায়ীরা নিজেরা সচেতন হোক। তাহলেই খুচরা বাজারে ইলিশের দাম কমে আসবে।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।