Apan Desh | আপন দেশ

বাংলাদেশ মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ড. ইউনূস 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ড. ইউনূস 

ফাইল ছবি

বাংলাদেশে মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রে মানবাধিকার সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে একথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

বৈঠকে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি নয়জন মানবাধিকার কর্মকর্তার প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ডও বৈঠকে যোগ দেন।

ক্যালামার্ড বলেন, অন্তর্বর্তী সরকারকে একটি শক্তিশালী বার্তা দিতে হবে, যা প্রমাণ করবে, এটি একটি নতুন বাংলাদেশ।

বাংলাদেশে শেখ হাসিনা কিভাবে নাগরিক স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘিত করেছিল এর ব্যাখ্যা করেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সমালোচনায় বিরক্ত নয়। আসলে, আমরা সমালোচনা আমন্ত্রণ জানাচ্ছি। সরকার কোনো কণ্ঠকে সীমাবদ্ধ করবে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়