ফাইল ছবি
সেন্টমার্টিনে যেতে নিবন্ধন ও ফি নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি বলেন, ফি নির্ধারণের গাইড লাইন দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তবে, সেটি এখনও তা চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
আবু তাহের বলেন, সেন্টমার্টিনে যেতে নিবন্ধন ও ফি নেয়ার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। তবে সেন্ট মার্টিন দ্বীপে ফি নির্ধারণের পক্ষে বা বিপক্ষে পর্যটন মন্ত্রণালয় থেকে কোনো মতামত দেয়নি।
ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, সেন্টমার্টিন বিষয়ে যে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।