ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রমবিষয়ক সমস্যা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় ব্লিঙ্কেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।
ব্লিঙ্কেন বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতিতে ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতার আশ্বাস দেন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।