Apan Desh | আপন দেশ

বাংলাদেশের সংস্কারে জাতিসংঘের সমর্থন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১১:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের সংস্কারে জাতিসংঘের সমর্থন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে নেয়া বিভিন্ন সংস্কার উদ্যোগকে স্বাগত জানান তিনি। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। 

মহাসচিব বলেন, জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তোনিও গুতেরেস তাকে অভিনন্দন জানান।

এছাড়াও, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন মহাসচিব। বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা করা হয়।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়