Apan Desh | আপন দেশ

শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট বেঈমানি হচ্ছে: শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট বেঈমানি হচ্ছে: শায়খ আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে, তা ঠিক করবে চিহ্নিত ধর্ম বিদ্বেষীরা! এটা শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট বেঈমানি। এ মন্তব্য করেছেন দেশের ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।  

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। 

আহমাদুল্লাহ লিখেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে, তা ঠিক করবে চিহ্নিত ধর্ম বিদ্বেষীরা! এটা শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট বেঈমানি।

মূলত, রোববার (১৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক অফিস আদেশে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি পুনর্গঠনের ঘোষণা দেয়া হয়। কমিটির আহবায়কের দায়িত্ব পান শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (স. মা.-২) মো. ইয়ানুর রহমানকে করা হয় সদস্য সচিব। তবে এ কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ধর্মপ্রাণ মানুষ।

কমিটি ঘোষণার পর থেকে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে আলেম ওলামারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কমিটিতে ইসলামবিদ্বেষী সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান জানান তারা। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আলেম ওলামারা মানববন্ধন করেন। তারা ইসলামবিদ্বেষী দুই সদস্যকে অপসারণ ও ইসলামিক স্কলারদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন ইউনুস, জামায়াতের উলামা পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান মাদানি, ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম, মাওলানা রেজাউল করিম আববার, প্রফেসর মোখতার আহমাদসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা।

আপন দেশ/অর্পিতা/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়