Apan Desh | আপন দেশ

আইসিসি প্রধানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

জুলাই গণহত্যাকারীদের বিচার পদ্ধতি নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৪

জুলাই গণহত্যাকারীদের বিচার পদ্ধতি নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ২৬ (সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া, বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থান চলাকালে যে গণহত্যার ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের দ্য হেগ-ভিত্তিক আইসিসি প্রধান কৌঁসুলি করিম খান।

আপন দেশ/অর্পিতা/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়