ফাইল ছবি
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন রাতে সাড়ে ৩ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ চলাচল অব্যাহত থাকবে। রানওয়ে মেইনটেন্যান্সে এবং আইএলএস-২ ইন্সটলেশনের জন্য রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে।রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম জানান, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে মেইনটেন্যান্স। এ কাজের অংশ হিসাবে রানওয়ে সেন্ট্রাললাইন লাইটস, টাচ ডাউন জোন লাইটস, ইনস্টলেশন অফস্টপ ওয়ে লাইটিং সিস্টেম ফর রানওয়ে ১৪ এবং রানওয়ে ৩২ মেইনটেন্যান্সের কার্যক্রম চলবে। আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর অর্থাৎ এ ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত অর্থাৎ এ ৩ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকবে। এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে ইতোমধ্যেই নোটাম জারি করা হয়েছে।
তিনি জানান, এ মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সব এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
যাত্রীদেরকে তাদের স্ব স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দেয়া হচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ১৩৬০০-তে কল করা যেতে পারে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।