Apan Desh | আপন দেশ

জাতীয় কন্যাশিশু দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪

জাতীয় কন্যাশিশু দিবস আজ

ছবি: সংগৃহীত

৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপিত হচ্ছে। শিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রতিবছর বাংলাদেশে এ দিবস পালন করা হয়।

২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে কন্যাশিশুদের নিয়ে ধ্যানধারণার পরিবর্তন এবং তাদের সমান অধিকার প্রতিষ্ঠা আজকের সময়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। একসময় পুত্রসন্তানকে পরিবারের ভবিষ্যৎ ও ভরসা হিসেবে বিবেচনা করা হলেও, বর্তমান সময়ে কন্যাশিশুরাও পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমান অবদান রাখছে।

দিবসটি উদযাপন উপলক্ষে সরকার, বিভিন্ন সংস্থা ও দফতর নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। মহিলা বিষয়ক অধিদফতরের নির্দেশনায় স্থানীয় প্রশাসন এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। তবে বাংলাদেশে ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে উদযাপন করা হয়।

করোনাকালে কন্যাশিশুদের প্রতি বঞ্চনা বেড়ে যাওয়ায় তাদের অধিকার ও সুরক্ষা নিয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এ বছর।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়