Apan Desh | আপন দেশ

স্মার্ট এনআইডি পায়নি দেড় কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ৩ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:৩৫, ৩ অক্টোবর ২০২৪

স্মার্ট এনআইডি পায়নি দেড় কোটি মানুষ

ফাইল ছবি

দেশে এখনও দেড় কোটির বেশি ভোটার স্মার্ট এনআইডি (জাতীয় পরিচয়পত্র ) পায়নি। দেশে ভোটর প্রায় ১২ কোটি ২০ লাখ। এর বিপরীতে নির্বাচন কমিশন এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ স্মার্ট এনআইডি (জাতীয় পরিচয়পত্র) প্রস্তুত করেছে। জানিয়েছেন ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তার দেয়া তথ্য অনুযায়ী (২ অক্টোবর) পর্যন্ত ৬৫ লাখ ৪৪ হাজার ৯৮৩টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

এর মধ্যে ঢাকা অঞ্চলে ৩৮ লাখ ৮৯ হাজার ৯২৪টি, কুমিল্লা অঞ্চলে ১৯ লাখ ৯৯ হাজার ৬৫৫টি, ময়মনসিংহ অঞ্চলে ১৪ লাখ ৮০ হাজার ৬৭৫টি, খুলনা অঞ্চলে ১৪ লাখ ৬০ হাজার ৯৯৯টি, চট্টগ্রাম অঞ্চলে ১৪ লাখ ৪১ হাজার ৪০১টি, সিলেট অঞ্চলে ১২ লাখ ১৪ হাজার ৬৪৯টি।

এছাড়া রাজশাহী অঞ্চলে ১১ লাখ ৫৫ হাজার ৭৫৭টি, রংপুর অঞ্চলে ১০ লাখ ৩০ হাজার ৭৩৫টি, বরিশাল অঞ্চলে ৮ লাখ ৫১ হাজার ২৬০টি এবং ফরিদপুর অঞ্চলে ৬ লাখ ৫১ হাজার ৯২টি কার্ড রয়েছে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়