ফাইল ছবি
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পদে থাকা স্বৈরাচারের দোসরদের অপসারণের কাজ চলছে। একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ নিয়ে স্থায়ী সমাধানে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বললেন প্রেস সচিব।
ডিসি নিয়োগে ঘুষ কাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আমরা খতিয়ে দেখছি। রিপোর্টের সত্যতা কতটুকু? আমরা ফ্রিডম অব প্রেসকে বিশ্বাস করি। হাই-লেভেল কমিটি হবে। রিপোর্ট ঠিক ছিল কি না, যে অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখা হবে।
রাষ্ট্র সংস্কারে ছয়টির মধ্যে পাঁচটি কমিশন চূড়ান্ত হয়েছে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ হবে।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কোন বাঁধা নয় উল্লেখ করে প্রেস সচিব বলেন, তবে ডিজইনফরমেশন যেন না প্রচার হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
রাষ্ট্রদূতদের ঢাকায় আনার বিষয়ে তিনি বলেন, মূলত অবসর প্রক্রিয়াধীন থাকায় দুজন হাইকমিশনার ও চারজন রাষ্ট্রদূতকে রিকল করা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।