Apan Desh | আপন দেশ

‘ডিবি অফিস এখন ভাতের হোটেল-আয়নাঘর মুক্ত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬, ৫ অক্টোবর ২০২৪

আপডেট: ১৪:১৬, ৫ অক্টোবর ২০২৪

‘ডিবি অফিস এখন ভাতের হোটেল-আয়নাঘর মুক্ত’

ছবি: সংগৃহীত

ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না। এ কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্যা প্রেসে এ কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, ডিবি অফিসে নায়ক-নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না। ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায়ও আর থাকবে না। একইসঙ্গে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না।

রেজাউল করিম আরও বলেন, কেউ গ্রেফতার হলে লুকোচুরি না করে সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হবে। ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়