Apan Desh | আপন দেশ

৭ দিনের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ চাইলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:০৯, ৬ অক্টোবর ২০২৪

৭ দিনের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ চাইলেন মাহমুদুর রহমান

ছবি- আপন দেশ

আগামী ৭ দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দাবি জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পরিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, এখন আলোচনা হয় অন্তর্বর্তী সরকারকে নিয়ে। কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল দানব হাসিনাকে নিয়ে। দেশকে কতো নিচে নামিয়ে দিয়ে গেছে।

মিডিয়ার সংস্কার চেয়ে তিনি বলেন, বাংলাদেশের মিডিয়াকে আগে ফ্যাসিবাদমুক্ত করুন, তারপর অন্য সেক্টরের ফ্যাসিবাদ দূর করুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ন্যারেটিভ ফেরি করে বেড়াচ্ছে বাংলাদেশের মিডিয়া। আগে তাদের সরাতে হবে। ভারতীয় ইকবাল সোবহান চৌধুরী আমার দেশ পত্রিকা দখল করতে চেয়েছিলেন। তিনি এখনো ক্লাবে আসেন, আপনারাও তাদের সঙ্গে বসেন?

মাহমুদুর রহমান বলেন, ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ মৌলবাদ। নতুন করে মৌলবাদের গান শুনাবেন না। অতি ইসলামি যারা বাড়াবাড়ি করছেন তারাও ভারতীয় কৌশল অবলম্বন করছেন।

ড. দেবপ্রিয় প্রসঙ্গে বলেন, ১/১১ সরকারের সময় আইন রাতারাতি বদল করা হয়েছিল। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন যায়নি গেছেন দেবপ্রিয়। এ সরকারে ড. দেবপ্রিয়, ইফতেখারকে কারা নিয়োগ দিলেন? ড. ইউনূস বলছে তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন। সমন্বয়করা জিজ্ঞাসা করুন ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কী ছিল?

সাংবাদিকদের উদ্দেশ্য করে মাহমুদুর রহমান বলেন, ১৬ বছরে চাটুকারিতা করতে করতে ব্যকবুন নেই। তাই কোনো প্রশ্ন করতে পারেননি।

আমার দেশ পত্রিকা খুলতে বাঁধা না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার দেশ পত্রিকা প্রকাশে বাঁধা দিলে রাজপথে নামব।

তিনি বলেন, দিল্লির সংঙ্গে যারা থাকবে তাদের সঙ্গে লড়াই হবে। হাসিনার জেলজুলুম ভয় পাইনি এ সরকারকে ভয় পাব?

এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে মাহমুদুর রহমান ৭ দাবি করেন -

১. ছাত্রজনতার চিকিৎসায় ৪ সদস্যের কমিটি গঠন করুন। স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা ও ড. মাহফুজ
২. সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।
৩. যমুনা সেতুকে শহিদ আবু সাঈদ সেতু নাম করন করতে হবে।
৪. ২০০৯ সালের পর থেকে ভারতের সঙ্গে সকল চুক্তি প্রকাশ করতে হবে।
৫. শহীদ আবরারের নাবে বঙ্গবন্ধু অ্যাভিনিউ করতে হবে। শেখ মুজিবুর রহমান দেশের প্রথম ফ্যাসিবাদ সরকার ছিল। তাকে ফ্যাসিবাদের আইকন হিসেবে বর্ণনা করব।
৬. পুতুলের মনোনয়ন বাতিল করতে হবে।
৭. বুয়েটের ব্রিগেডিয়ার জেনারেলের রহিম ও  নাসির উদ্দিন পিন্টু দুইজনকেই হত্যা করেছে। আপিল বিভাগের একজন বিচারককে নিয়ে কমিটি গঠন করতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আমার দেশের বার্তা সম্পাদক জাহিদ চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজসহ অন্যান্যরা।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়