Apan Desh | আপন দেশ

‘বাজার মনিটরিংয়ে মাঠে নামছে টাস্কফোর্স’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯, ৬ অক্টোবর ২০২৪

‘বাজার মনিটরিংয়ে মাঠে নামছে টাস্কফোর্স’

ফাইল ছবি

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না। ক্রেতারা হতাশা হয়ে বাজার থেকে বাড়ি ফিরছেন। এ অবস্থায় টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।

রোববার (৬ অক্টোবর) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন।

ওই পোস্টে সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দিয়ে আসিফ বলেন, অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে কোনো প্রভাব পড়েনি। বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন সবজি ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ বাজার ভেদে ৪-৫শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের হালি ছাড়িয়েছে ৬০ টাকা। মাছ, মুরগি ও গরু ও খাসির মাংসের দামও অনেক চড়া। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়