Apan Desh | আপন দেশ

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল বোনের 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৩, ৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১৯:০৪, ৯ অক্টোবর ২০২৪

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল বোনের 

তাসনিম জাহান আইরিন: ছবি আপন দেশ

ঢাকা শহরের প্রগতি সরণি সড়কে বাসের চাপায় নিহত হয়েছেন তাসনিম জাহান আইরিন। এ ঘটনায় আহত হন তার বড় বোন নুসরাত জাহান (২৮)। তারা দুই বোন ‘নেক্সট ভেনচার’ নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য কথাবার্তাও চলছিল আইরিনের। 

বুধবার (৯ অক্টোবর) সকালে অফিসে যাওয়ার পথে বাসের চাপায় নিহত হন তিনি। 

জানা গেছে, রাস্তা পারাপারের সময় ‘আকাশ পরিবহনের’ দুটি বাসের পাল্টাপাল্টি প্রতিযোগিতার মধ্যে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তাসলিম। আহত নুসরাতকে চিকিৎসা শেষে বাসায় নেয়া হয়।

দুর্ঘটনার বিষয়ে রাজধানীর বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন নিহতের বাবা স্কুল শিক্ষক (অব.) সাইফুল আলম সগির। এরপর অভিযান চালিয়ে বাসের চালক মিলন হোসেন মিন্টুকে আটক করেছে থানা পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে। বাসের সহকারীকে গ্রেফতারে অভিযান চলছে।

বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, বুধবার সকালে দুই বোন মধ্য বাড্ডায় প্রগতি সরণিতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় আকাশ পরিবহনের দুটি বাস একটির সঙ্গে আরেকটি প্রতিযোগিতা করছিল। একটি বাসের ধাক্কায় তাসনিম ঘটনাস্থলেই মারা যান। তার বড় বোন নুসরাতকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়