ফাইল ছবি
বেসিক ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেমকে অপসারণ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী ড. আবুল হাসেমকে চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করা হলো। তিনি ২০২৩ সালের ১৫ নভেম্বর পুনঃনিয়োগ পান এবং ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর প্রথমবার চেয়ারম্যান হন।
ড. আবুল হাসেম ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ২০১৬ সালের ৩০ জুন তিনি অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।