Apan Desh | আপন দেশ

১৯৭৫-২০২৪: আ. লীগের সংকটকালীন পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫১, ১০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৮:৫১, ১০ অক্টোবর ২০২৪

১৯৭৫-২০২৪: আ. লীগের সংকটকালীন পরিস্থিতি

ফাইল ছবি

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগ চরম সংকটে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, যদিও ১৯৭৫ সালের সংকটের ধরন ভিন্ন, এবারের পরিস্থিতি দলটিকে 'ছন্নছাড়া' অবস্থায় ফেলে দিয়েছে।

গত জুলাই ও আগস্টে তীব্র ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। আর দলের অন্যান্য নেতারাও আত্মগোপনে চলে গেছেন। অনেকেই বিদেশে চলে গেছেন। আবার অনেক নেতা আটক হয়ে কারাগারে আছেন।দলের কার্যক্রম এখন প্রায় অদৃশ্য।

১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ যে সংকটের মুখোমুখি হয়েছিল, বর্তমান পরিস্থিতিও কিছুটা সে-রকম। ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলছেন, ১৯৭৫ ও ২০২৪ উভয় ঘটনাই দলটিকে 'নির্বাসনে' পাঠিয়েছে।

রাজনৈতিক গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, দুটি ঘটনাতেই সরকারের পতন হয়েছে। ১৫ আগস্টের পরিস্থিতি ছিল রক্তাক্ত, কিন্তু এবার সহিংসতা ঘটেনি। তবে উভয় ঘটনার পর আওয়ামী লীগ কঠিন সংকটে পড়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। তখন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে গিয়েছিলেন।

মহিউদ্দিন আহমদ উল্লেখ করেন, শেখ মুজিব ছাড়া দ্বিতীয় কোনও নেতা গড়ে উঠতে না পারায়, দলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। ১৯৭৬ সালে আবার আওয়ামী লীগ নাম নিয়ে রাজনীতিতে ফিরে আসলেও, সংকটের শেষ হয়নি।

অধ্যাপক আহমদ বলেন, ১৫ আগস্টের পর সরকার আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ দিলেও, দলটি তখন দানা বেঁধে থাকা বিভাজন থেকে মুক্ত হতে পারেনি। ১৯৮১ সালে শেখ হাসিনা দলের সভাপতি হলে ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হতে থাকে। তিনি তখন থেকে আজ পর্যন্ত দলটির সভাপতি হিসেবে আছেন।

এখন, ২০২৪ সালে আওয়ামী লীগের অবস্থানও খুবই অনিশ্চিত, এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দলের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়