Apan Desh | আপন দেশ

‘আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে উৎসব পালন আশা করি না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ১২ অক্টোবর ২০২৪

‘আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে উৎসব পালন আশা করি না’

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে উৎসব পালন করা প্রত্যাশিত নয়। 

তিনি বলেন, ছাত্রসমাজ নতুন একটি সমাজ গঠনের চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কোনো উৎসব পালন করতে না হয়, সে উদ্যোগ নিতে হবে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের দুর্গাপূজা বিশেষ আনন্দে পরিণত হয়েছে। সকলেই নিরাপদে পূজা পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকভাবে কাজ করছে। কিন্তু ভবিষ্যতে সেনাবাহিনী ও পুলিশ দিয়ে আনন্দ উৎসব করতে হবে, এমন সমাজ চান না।

ড. ইউনূস আরও বলেন, আমাদের ছেলে-মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি এক নতুন সমাজের স্বপ্ন দেখছেন। যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়