ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলনকেন্দ্রিক জুলাই মাসের গণহত্যার বিচার প্রক্রিয়া চলতি সপ্তাহে শুরু হবে। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের নিয়োগ শেষ হয়েছে। এখন বিচারক নিয়োগ প্রক্রিয়া চলছে।
রোববার (১৩ অক্টোবর) ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলা।
তাজুল ইসলাম জানিয়েছেন, বিচারক নিয়োগের পরই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হবে। পলাতক শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে।
শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুম, হত্যা, ও গণহত্যার ৬০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে।
এর আগে, ১০ অক্টোবর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, চলতি সপ্তাহেই এজলাসে বসবেন বিচারকরা। শুরু হবে বিচার প্রক্রিয়া।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।