Apan Desh | আপন দেশ

২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ১৩ অক্টোবর ২০২৪

২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষের নির্দেশ

ফাইল ছবি

আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ রোববার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী ২৩ অক্টোবর থেকে মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি কার্যক্রম শুরু হবে। "আগে আসলে আগে পাবেন" নীতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন না করলে কাঙ্ক্ষিত জোনে তাঁবু পাওয়া যাবে না। এতে হজযাত্রীদের জামারাহ থেকে দূরে, নিউ মিনা বা পাহাড়ি এলাকায় থাকতে হতে পারে। যা তাদের জন্য কষ্টকর হবে।

হজযাত্রীদের প্রখর রোদে দীর্ঘপথ হাঁটা এড়াতে এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ২৩ অক্টোবরের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন শেষ করার অনুরোধ করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়