Apan Desh | আপন দেশ

হাসিনার পতন হবে ধারণাও করেননি: পিনাক রঞ্জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ১৩ অক্টোবর ২০২৪

আপডেট: ২১:১২, ১৩ অক্টোবর ২০২৪

হাসিনার পতন হবে ধারণাও করেননি: পিনাক রঞ্জন

ফাইল ছবি

ভারত জানত, কিন্তু শেখ হাসিনার পতন হবে তা কোনোদিন কল্পনাও করেননি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ দেয়া এক সাক্ষাৎকারে পিনাক রঞ্জন চক্রবর্তী একথা বলেন। পিনাক ভারতের সাবেক হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব (জন-কূটনীতি)।

পিনাক রঞ্জন বলেন, আমাদের কাছে এটা স্পষ্ট ছিল। তবে প্রশ্ন হলো, হাসিনা নিজে কখনও এমন পরিণতির কথা ভেবেছিলেন কিনা। 

তিনি ব্যাখ্যা করেন, যখন কেউ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকে, তখন স্বাভাবিকভাবেই মনে হয় যে সবকিছু ঠিকঠাক চলছে।

পিনাক রঞ্জন ২০০৭-০৯ সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন। যে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ১/১১ এর পরিবর্তন ঘটে। 

তিনি আরও বলেন, হাসিনা হয়তো তার মন্ত্রীদের বরখাস্ত করতে রাজি হননি। কিন্তু সে সময় একটি অত্যন্ত কার্যকর শক্তি বিক্ষোভকারীদের সমর্থন দেয়।

তিনি আরও উল্লেখ করেন, ঢাকার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। বিভিন্ন বিদেশি ও অভ্যন্তরীণ প্রভাবগুলোও কাজ করেছে। হাসিনার পদত্যাগের দাবির বিষয়টি সেনাবাহিনী গুলি চালাতে অস্বীকৃতি জানানোয় আরও গুরুতর হয়ে ওঠে।

পিনাক রঞ্জন বলেন, সেনাবাহিনী তাকে রক্ষা করতে অস্বীকৃতি জানায়। জানিয়ে দেয় যে তারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালাবে না। এভাবেই হাসিনা ক্ষমতাচ্যুত হন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়