ফাইল ছবি
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশনা গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত গণঅভ্যুত্থানের ঘটনার প্রেক্ষাপটে দেয়া হয়েছে।
সোমাবার (১৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একটি নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা করেছে। যা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যারা এ আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন, তাদের গ্রেফতার বা হয়রানি করা হবে না। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। অসত্য তথ্য প্রদান করে কোনো ধরনের সুবিধা অর্জনের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে।
এ পদক্ষেপ সরকারের রাজনৈতিক অবস্থান এবং আন্দোলনকারীদের প্রতি সহানুভূতির একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।