ফাইল ছবি
তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শমসের মবিনকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।
এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বাসায় অভিযান চালায়। বুধবার (১৬ অক্টোবর) শমসের মবিনকে বিদেশ যেতে বাধা দেয়ার অভিযোগ উঠে।
এদিন তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে শমসের মবিন বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন।
উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। ২০১৮ সালে তিনি বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।