ছবি: আপন দেশ
চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন স্থগিত করেছে আন্দোলনকারীরা। ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছে তারা। আগামী ১৫ দিনের মধ্যে দাবি না মানলে রাজপথে নামবে বলেও জানান তারা।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপদেষ্টার প্রেস সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে মাহবুবুর রহমান আনিস এ তথ্য জানান। মাহবুবুর আন্দোলনের সমন্বয়ক ও আউটসোর্সিং কর্মচারী সমিতির সভাপতি।
মাহবুবুর রহমান আনিস বলেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, যত দ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। এ কার্যক্রম সংস্কার কমিটির মাধ্যমে করা হবে। তিনি ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।