ফাইল ছবি
সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের তথ্য দিলে সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
শনিবার (১৯ অক্টোবর) রাজশাহীতে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের কাছে তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আপনারা যদি তথ্য দেন, আপনাদের পুরস্কৃত করা হবে। জাহাঙ্গীর আলম অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তথ্য খুঁজে বের করার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থা নেয়া হবে। নিরীহ লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করলে যথোপযুক্ত অ্যাকশন নেয়া হবে।
পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, ৫ আগস্টের পর পুলিশের অবস্থা উন্নতি হচ্ছে। সময় দিন পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে।
কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে দুর্নীতির বিষয়ে তিনি বলেন, সারের ক্ষেত্রেও বড় দুর্নীতি হয়েছে। তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে এ বিষয়ে আমাদের চুক্তি রয়েছে। আমরা তা অনুসরণ করবো।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।