Apan Desh | আপন দেশ

মোহাম্মদপুরে প্রকাশ্যে ১২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৪১, ২০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৬:৪৩, ২০ অক্টোবর ২০২৪

মোহাম্মদপুরে প্রকাশ্যে ১২ লাখ টাকা ছিনতাই

ফাইল ছবি

একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি থামিয়ে ১২ লাখ টাকা লুট হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে দিনের বেলায় এ ছিনতাই করা হয়।

রোববার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় ‘নেসলে’ কোম্পানির কাভার্ডভ্যান থেকে টাকা লুট করা হয়। টাকা লুট করে পালিয়ে যায় ছয় ছিনতাইকারী।

নেসলের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম গাড়িতে ছিলেন। তিনি জানান, ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে সকাল ৯:৪০ মিনিটে অফিস থেকে বের হন তিনি । রাস্তা ভাঙ্গা ও যানজটের কারণে গাড়িটি ধীরগতিতে চলছিল। পেছন থেকে মোটরসাইকেলে তিনজন এসে গাড়ির সামনে দাঁড়ায়। এরপর আরো তিনজন মোটরসাইকেল নিয়ে আসলে তারা অস্ত্র বের করে।

ছিনতাইকারীরা গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। চাপাতির আঘাতে সাইফুলের হাতও জখম হয়। এরপর তারা অফিসের ১১ লাখ ৮৫ হাজার টাকা ও একটি ১৭ হাজার টাকার চেক নিয়ে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার তদন্ত পরিদর্শক জানান, ঘটনাস্থলে পুলিশ টিম পাঠিয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত চলছে। এখনও অভিযোগ দেয়নি প্রতিষ্ঠানটি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়