ছবি: আপন দেশ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩ বছর বয়সি কল্পনা নামে এক গৃহকর্মীর ওপর পাঁচ বছর ধরে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। সম্প্রতি উদ্ধার হওয়া কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৪টি দাঁত ভেঙে দওয়া হয়েছে এবং শরীরে রড ও লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি ছেঁকা দেয়ার মতো নির্যাতন চালানো হয়েছে। গৃহকর্ত্রী দিনাত জাহান আদরকে গ্রেফতারের পর এ তথ্য জানা যায়।
নির্যাতনের অভিযোগে পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। যা আদালত মঞ্জুর করে। কল্পনার মা আফিয়া বেগম জানান, পাঁচ বছর আগে মাসিক ১০ হাজার টাকায় কল্পনাকে কাজের জন্য দেন।
জানা গেছে, চিকিৎসকরা কল্পনার শরীরের অবস্থার ওপর দুঃখ প্রকাশ করেছেন। তাকে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।