ফাইল ছবি
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (২০ অক্টোবর) রাতে এ জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
তিনি জানান, লঘুচাপের কারণে বৃষ্টি ও ঝড়ো হাওয়া হতে পারে। তবে এটি কোনদিকে যাবে, তা স্পষ্ট নয়। শক্তিশালী হলে ২৩ অক্টোবর থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
আজ সন্ধ্যা ৬টা থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে। আগামীকাল বৃষ্টি হতে পারে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়।
এদিকে, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.০ ডিগ্রি সেলসিয়াস।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।