Apan Desh | আপন দেশ

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৪:৪৯, ২১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৪:৫০, ২১ অক্টোবর ২০২৪

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। 

সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা কলেজে ১ হাজারের বেশি শিক্ষার্থী জড়ো হন। শিক্ষার্থীরা মানববন্ধনের উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে বের হয়ে সাইন্সল্যাব ও নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।

এসময় তারা স্লোগান দেন, ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানবো না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’, ‘নিপিড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানবো না’।

শিক্ষার্থীরা দাবি করেছেন ২০১৭ সালে কলেজগুলো ঢাবির অধিভুক্ত হওয়া ছিল অযৌক্তিক সিদ্ধান্ত।  শিক্ষার মান উন্নয়ন হয়নি, বরং সমস্যা বেড়েছে।

এসময় তারা ৩ দফা দাবিও তুলে ধরেন। সেগুলো হচ্ছে —

১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক–শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধুমাত্র একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনো ধরনের পরিবেশ তৈরি না হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়