ছবি: আপন দেশ
ফ্যাসিস্ট আওয়ামী শক্তির উত্থান ও পুনর্বাসন ঠেকাতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এ মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বিতাড়িত করতে হবে।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এ মন্তব্য করেন তিনি।
হাসনাত বলেন, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, শেখ হাসিনা তার কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের পতিত আত্মারা জড়ো হওয়ার চেষ্টা করছে। আপনারা প্রত্যেকটি ঘটনাকে একত্র করলে দেখবেন আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে।
হাসনাত বলেন, ৫ আগস্টের পূর্বে মজলুমদের কাতারে আসার সময়, তারা আওয়ামী নির্যাতনের বিরুদ্ধে ছিলেন। এখন দলের স্বার্থে পৃথক হয়ে যাওয়ায় ফাঁকা জায়গা তৈরি হয়েছে। যেখানে জালিম সরকার পুনর্বাসনের ছক কষছে।
হাসনাত বিএনপি, জামায়াত, ছাত্রদল এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের কাছে জানিয়ে বলেন, রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে আবারও ঐক্যবদ্ধ হতে। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বিতাড়িত করার জন্য একত্রে থাকতে হবে।
হাসনাত সতর্ক করেন, আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্য ছাড়া বিকল্প নেই। তিনি বলেন, আমাদের শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে। যেন আওয়ামী লীগের কোনো পতিত আত্মা বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত না হতে পারে।
তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য সকল প্রকার পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের গণতন্ত্র, ন্যায্যতা এবং ইনসাফের দেশ গড়ার সংগ্রাম জারি থাকবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।