ছবি: আপন দেশ
বিভিন্ন আন্দোলন কর্মসূচির করণে সড়কে যানজট বেড়েছে। পাশাপাশি সড়কে অবৈধ যানবাহন বাড়ায় যানজট বাড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২১ অক্টোবর) সকালে ট্রাফিক সপ্তাহ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, সরকার পরিবর্তনের পর রাজধানীতে অবৈধ যানবাহনের সংখ্যা বেড়েছে। এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া ও অস্থিরতার কারণে সড়কের শৃঙ্খলা ভেঙে পড়ায় বেড়েছে যানজট।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের পর ঢাকাসহ সারা দেশের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। এছাড়া একই সড়কে রিকশা-ঠেলাগাড়িসহ অসংখ্য অযান্ত্রিক যানবাহন চলাচল করে। এতে সড়কের সুশৃঙ্খল ও কাঠামোগত ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন কঠিন হচ্ছে। অপরদিকে সময়ে সময়ে বিভিন্ন দাবি-দাওয়া ও অস্থিরতার কারণে সড়কের শৃঙ্খলা ভেঙে যাচ্ছে। বৈধ-অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজটের আকার দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে।
এ অবস্থায় ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ট্রাফিক সপ্তাহে তিনশ’ শিক্ষার্থী পুলিশের সঙ্গে কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরবর্তীতে এ শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়ানো হবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন। এতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে।
এছাড়া দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল চালু করা যায় কি না, তা নিয়েও গবেষণা চলছে বলেও জানান তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।