ফাইল ছবি
শেখ হাসিনাকে রাজধানী দিল্লি থেকে উত্তর প্রদেশের মীরাটের সেনানিবাসে সরিয়ে নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিরাপত্তা উদ্বেগের কারণে তাকে ‘মুভ’ করানো হয়েছে। দিল্লির কেন্দ্রস্থল থেকে মীরাটের দূরত্ব প্রায় ৮৩ কি. মি.।
জানা যাচ্ছে, শেখ হাসিনাকে মীরাটের একটি আধাসামরিক বাহিনীর গেস্ট হাউসে রাখা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এটি করা হয়েছে। অক্টোবরের প্রথম দিকে এ পদক্ষেপ নেয়া হয়।
শেখ হাসিনা ভারতে এসে পৌঁছানোর পর তার অবস্থান নিয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এমনকি তার ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে আছেন কি না তা নিশ্চিত নয়।
গত ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি সামরিক এয়ারক্র্যাফটে শেখ হাসিনা দিল্লির কাছে অবতরণ করেন। প্রথমে পরিকল্পনা ছিল তাকে দ্রুত লন্ডনে পাঠানোর। তবে ব্রিটেন তখন রাজি না-হওয়ায় ভারতকে সে পরিকল্পনা পরিবর্তন করতে হয়।
দিল্লিতে দীর্ঘ সময় নিরাপদে অবস্থানের সুবিধা না থাকায় দ্রুত ব্যবস্থা নিতে হয়। পরে মীরাটের সেনানিবাসে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। মীরাট ক্যান্টনমেন্ট এলাকা ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে সেনাবাহিনী ছাড়াও আধা-সেনা সংস্থাগুলোর অফিস রয়েছে।
এদিকে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে মীরাটের জনবিচ্ছিন্ন এলাকায় রাখা হয়েছে। যা সামরিক পর্যবেক্ষকদের মতে আধুনিক ভারতের স্ট্র্যাটেজিক নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ।
এ পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে শঙ্কা ও গোপনীয়তা বজায় রাখার চেষ্টা চলছে। যা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সূত্র: বাংলা ট্রিবিউন
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।