Apan Desh | আপন দেশ

ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৮, ২২ অক্টোবর ২০২৪

আপডেট: ১২:০০, ২২ অক্টোবর ২০২৪

ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

ফাইল ছবি

সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল হালিম এ রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এর আগে সোমবার রাতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরে সমাবেশে যান হৃদয় বাবুর্চি হৃদয় মিয়া। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ককটেল বোমা নিক্ষেপ করে। গুলিও চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয়। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি।

এ ঘটনায় তিনি ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি ব্যারিস্টার সুমন।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়