রাষ্ট্রপতির অপসারণ দাবিতে ছাত্র-জনতার বঙ্গভবন ঘেরাও কর্মসূচি।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ দাবিতে বঙ্গভবনের সামনে এ ঘোষণা দেয়া হয়।
আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগের দোসর সাহাবুদ্দিন। আমরা চাই না তিনি রাষ্ট্রপতি পদে থাকুন। আমরা তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। তিনি যেন রাষ্ট্রপতির পথ থেকে পদত্যাগ করেন। সাহাবুদ্দিন ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
শিক্ষার্থী বাহার উদ্দিন বলেন, রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। চুপ্পু একজন মিথ্যাবাদী। সে স্বৈরাচার শেখ হাসিনার দোসর।
আন্দোলনকারীরা মো.সোহাগ বলেন, দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি চুপ্পু কেন বঙ্গভবনে আরাম-আয়েশ করবে। এ রাষ্ট্রপতি ভারতের দালাল ও সে শেখ হাসিনার দোসর।
ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন বলেন, বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সে অনুযায়ী বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা কাজ করছেন। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে। সেজন্য স্থানীয় থানা পুলিশের পাশাপাশি সেখানে সহযোগিতায় রয়েছেন সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।