Apan Desh | আপন দেশ

‘রাষ্ট্রপতির অপসারণে উদ্যোগ নেই’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:২৪, ২২ অক্টোবর ২০২৪

আপডেট: ২২:২৮, ২২ অক্টোবর ২০২৪

‘রাষ্ট্রপতির অপসারণে উদ্যোগ নেই’

ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন।

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি থেকে সরানোর বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

অপূর্ব জাহাঙ্গীর বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র না পাওয়ার বক্তব্যে রাষ্ট্রপতির ‘শপথ ভঙ্গ’ ও তার পদে থাকার যোগ্যতা নিয়ে ভাবতে হবে। এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তেব্যের সঙ্গে একমত অন্তর্বর্তী সরকার।

যদি সরকার রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেয়, সেটি প্রক্রিয়ায় হবে- উপ-প্রেস সচিব বলেন, যে সিদ্ধান্ত হয়নি সে বিষয় কোন প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা অবান্তর।

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে জানায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ‘মিথ্যাচার ও শপথ লঙ্ঘনের’ অভিযোগ তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তোলা হয়েছে। মঙ্গলবার বিকালে এ দাবিতে বঙ্গভবন ঘেরাও করা হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আলটিমেটাম দেয়া হয়েছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়