Apan Desh | আপন দেশ

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আটক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৫৩, ২৩ অক্টোবর ২০২৪

আপডেট: ১৯:৫৯, ২৩ অক্টোবর ২০২৪

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আটক

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ: ফাইল ছবি

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে আটক করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি জানান, আটকের বিষয়টি সত্য। তাকে কোতোয়ালি থানা এলাকা থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পক্ষ থেকে জানানো হবে।

হেলালুদ্দিন আহমেদ একজন বিশিষ্ট কর্মকর্তা। তিনি অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তার আটক হওয়ার পেছনে কী কারণ আছে, তা নিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও তথ্য আসার অপেক্ষায় রয়েছেন অনেকেই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়