ফাইল ছবি
প্রবল ঘূর্ণিঝড় ডানা মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৮৫ কিমি দক্ষিণে। পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৭৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে ঘূর্ণিঝড়টি গতিবিধি অপরিবর্তিত থাকলে দেশের দক্ষিণাঞ্চলে আজ রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডানা।
দেশের দক্ষিণের উপকূলীয় এলাকাগুলোতে এরই মধ্যে বৈর আবহাওয়া বিরাজ করছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝরছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুল রহমান খান জানান, গতিপথ পরিবর্তন না করলে বৃহস্পতিবার রাতের যেকোনো সময় দক্ষিণ পশ্চিমের যে অঞ্চল বিশেষ করে খুলনা ও বরিশালের উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে ডানা।
ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বাড়ছে। রাজধানীতেও আকাশ মেঘলাসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।