Apan Desh | আপন দেশ

বেনজিরের পথেই নাফিজ, দুদকে আসেননি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫০, ২৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১৪:৪৭, ২৪ অক্টোবর ২০২৪

বেনজিরের পথেই নাফিজ, দুদকে আসেননি

ফাইল ছবি

অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং মামলায় জবানবন্দি দিতে দুদকে হাজির হয়নি চৌধুরী নাফিজ সরাফাত। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও এনবিআরের মতিউর রহমানের পথেই হাঁটলেন তিনি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় নাফিজ সরাফাতকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক।

গত ১৬ অক্টোবর সংস্থাটির উপ-পরিচালক মোহ মাসুদুর রহমান আসামি চৌধুরী নাফিস সরাফাতের ঢাকার ৩ বাসার ঠিকানায় নোটিশ পাঠিয়েছেন।

ওই নোটিশে আসামি চৌধুরী নাফিজ সরাফাতের উদ্দেশ্যে বলা হয়, আপনার বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। এদিকে বহুল আলোচিত পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত আসতে পারেন খবর সংগ্রহের জন্য দুর্যোগ চত্বরে ভিড় করছেন গণমাধ্যমকর্মীরা।

দুদকের নির্ভরযোগ্য একটি সূত্র আপন দেশকে জানান, নোটিশ দেয়া হলেও আজ হাজির হচ্ছেন না নাফিস সরাফাত । তবে আইনজীবীর মাধ্যমে তিনি আরো সময় চাইতে পারে বলে অসমর্থিত সূত্রে নিশ্চিত হয়েছে দুদক। তবে নির্দিষ্ট সময় পর্যন্ত আসামি নাফিজ সরাফাতের জন্য অপেক্ষা করবে জিজ্ঞাসাবাদ কমিটি। হাজির না হলে গণমাধ্যমের মুখোমুখি হবেন দুদকের মুখপাত্র। পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করবেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক দখল, ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি ঋণ জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগ নাফিজ সরাফতের বিরুদ্ধে। সরকার পতনের পর তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। তবে দুদকের দাবি গত ১০ জুন থেকে অনুসন্ধান শুরু হয়েছে। অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকার থাকাকালীন পুলিশের আইজি বেনজির আহমেদ ও প্রভাবশালী নাফিস সরাফাত সিন্ডিকেট করে দখল দুর্নীতি করতেন।

নাফিজ সরাফতের এক আইনজীবী এ প্রতিবেদককে জানান, দুদকে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করা হতে পারে। নাফিজ সরাফাতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সঠিকটা বলতে পারছি না হয়তো দেশে নেই। তার লোকের মাধ্যমে আমাদের কাছে নির্দেশনা আসে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়