সদরঘাট -ফাইল ছবি
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ঢাকা থেকে পাঁচ রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এ নির্দেশ দেন।
বিআইডব্লিউটিএ জানায়, ঘূর্ণিঝড় দানার প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। এছাড়া নদী বন্দরগুলোতেও ২ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। এ কারণে দেশের নদ-নদীগুলো অন্য স্বাভাবিক সময়ের তুলনায় উত্তাল রয়েছে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে পাঁচ নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া এ নির্দেশ বহাল থাকবে। পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযানের চলাচলের ক্ষেত্রেও সংস্থাটির পক্ষ থেকে নিষেধ করা হয়েছে।
বন্ধ হওয়া রুটগুলো হলো-
ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া/আয়শাবাগ, ঢাকা থেকে রাংগাবালী, ঢাকা থেকে চরমোন্তাজ এবং ঢাকা থেকে খেপুপাড়া।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ। তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই পরবর্তী সময়ে আবারও নৌযান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ডানারর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছে। এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে। তবে এমন অবস্থায় প্রবল ঘূর্ণিঝড় দানা নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সমতলে প্রবেশ করার কোনো আশঙ্কা নেই।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।