Apan Desh | আপন দেশ

গণতন্ত্র হত্যার দায়ে আ.লীগের বিচার করতে হবে: হাসনাত

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:০৩, ২৪ অক্টোবর ২০২৪

গণতন্ত্র হত্যার দায়ে আ.লীগের বিচার করতে হবে: হাসনাত

হাসনাত আব্দুল্লাহ।

আওয়ামী লীগকে মাফ করলে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এ মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

তিনি বলেন, শেষ তিনটি নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। তাদের দলকে অবৈধ ঘোষণা করে সে দায়ে তাদের বিচার করতে হবে। 
 
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলা একাডেমিতে `গণতন্ত্রের অগ্রযাত্রা, আসন্ন চ্যালেঞ্জ ও ইত্তরণের উপায়' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।   

হাসনাত বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে করা আইন দিয়েই তাদের বিচার করা সম্ভব। বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচার ব্যবস্থা, মিডিয়া ও গণতন্ত্রসহ সব সেক্টরকে গুরুত্বহীন করা হয়েছিল। ৭২-এর সংবিধানের দোহাই দিয়ে অনেক অপকর্ম করে শেখ হাসিনা। তাই সর্বদলীয় রাজনৈতিক দলের সম্মতিতে নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজন রয়েছে। 

এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনার আহবান জানান তিনি ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়