ফাইল ছবি
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ জন উপ-পরিদর্শক (এসআই) ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) পেয়েছেন। ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়ার পর নতুন করে এ ৫৯ জনের বিরুদ্ধে নোটিশ দেয়া হয়।
পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সোমবার ১০ জন এবং বৃহস্পতিবার ৪৯ জনকে নোটিশ দেয়া হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞা বলেন, শোকজ বিভিন্ন কারণে দেয়া হয়। এটা রুটিনমাফিক বিষয়।
বৃহস্পতিবারের নোটিশে বলা হয়েছে, ২১ অক্টোবর সন্ধ্যায় চেমনি মেমোরিয়াল হলে একটি ক্লাস চলাকালীন এসআইরা এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আইন প্রশিক্ষকরা বারবার শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেও এসআইরা তা অমান্য করেছেন।
নোটিশে উল্লেখ করা হয়, আপনার এ ধরনের শৃঙ্খলাবিরোধী আচরণ বাংলাদেশ পুলিশ একাডেমির নিয়মের পরিপন্থী। ১৯৪৩ সালের পিআরবি বিধি অনুযায়ী, তাদের মৌলিক প্রশিক্ষণ থেকে কেন অব্যাহতি দেয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে ১৬ অক্টোবর জিমনেশিয়ামে ক্লাসের সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১০ জনকে শোকজ দেয়া হয়েছিল।
এ বছরের আগস্টে ৮২৩ জনকে এসআই পদে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়। তাদের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। ৪০তম ব্যাচের এ ক্যাডেটরা আগামী নভেম্বরে কর্মস্থলে যোগ দেয়ার কথা ছিল। তবে সরকার পতনের অভিযোগ ওঠেছে যে নিয়োগে দলীয় বিবেচনা করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবর সারদায় কুচকাওয়াজ স্থগিত করা হয়। ২১ অক্টোবর ২৫২ জন এসআইকে অব্যাহতির ঘোষণা করা হয়।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।