ফাইল ছবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী মাসে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ তথ্যটি নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম পিটিআই।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে।
বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে বছরে দুইবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। এবার ১৮ থেকে ২২ নভেম্বর মধ্যে নয়াদিল্লিতে এ বৈঠক হওয়ার কথা ছিলো। যা শেখ হাসিনা সরকার পতনের পর এ প্রথম।
পিটিআই জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকেই আলোচনার জন্য দ্রুত পরবর্তী তারিখ ঠিক করতে কাজ চলছে। এরআগে চলতি বছরের মার্চে ঢাকায় মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।