সাইফুজ্জামান ভুট্টু: ফাইল ছবি
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই সাইফুজ্জামান ভুট্টু (৫৫)’কে গ্রেফতার করা হয়েছে। রংপুরের ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) লালমনিরহাট জেলা ডিবি পুলিশ এ গ্রেফতারের খবর নিশ্চিত করে। এর আগে ভুট্টুকে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি সাবেক এমপি মরহুম করিম উদ্দিন আহমেদের পুত্র।
৪ আগস্ট রংপুরে ছাত্র আন্দোলনের সময় মুন্না নিহত হন। এ ঘটনায় তার বাবা আব্দুল মজিদ ১২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেখানে ভুট্টু এজহার নামীয় আসামি।
এদিকে মামলার বাদী সম্প্রতি ১২ জন আসামির নাম প্রত্যাহার করার জন্য এফিডেভিট দাখিল করেছেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইমলাম জানান, ভুট্টু আত্মগোপনে ছিলেন। আজ তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।