Apan Desh | আপন দেশ

‘অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী কার্যক্রম শুরু’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২০, ২৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:০৫, ২৯ অক্টোবর ২০২৪

‘অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী কার্যক্রম শুরু’

সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকার নির্বাচনমুখী কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে।

আসিফ নজরুল বলেন, ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল। আগের নির্বাচনগুলো ছিল ভুয়া। ফলে ভোটার তালিকা নিয়ে কারও কোনো মাথা ব্যথা ছিল না। আমরা তো ভুয়া নির্বাচন করব না। অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। ফলে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সবকিছু ঠিক করবেন।

উপদেষ্টা আরও বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য এরইমধ্যে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজকালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়